রামায়ণ : কিষ্কিন্ধ্যাকাণ্ড – সাতকাণ্ড রামায়নের মর্ম্ম বর্ণন
সাতকাণ্ড রামায়ণ হনুমান কয়।
সম্পাতি পক্ষীর পাখা হইল উদয়।।
আদ্যকাণ্ডে রামজন্ম হৈল শুভক্ষণে।
পরম উল্লাসে হৈল অযোধ্যা-ভুবনে।।
শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন।
চারিপুত্র পাইয়া ভূপতি হৃষ্টমণ।।
বিশ্বামিত্র আইলেন অযোধ্যা-নগরে।
মিথিলায় বিবাহ দিলেন শ্রীরামেরে।।
চারি নন্দনের দিয়া বিবাহ কৌতুকে।
রাজত্ব করেন রাজা অযোধ্যায় সুখে।।
রামেরে করিতে রাজা, নিজের বাসনা।
কুটিলা কৈকেয়ী তাহে করে কুমন্ত্রণা।।
পিতৃসত্য পালিতে গেলেন রাম বন।
সঙ্গে চলিলেন তাঁর জানকী লক্ষ্মণ।।
আদ্যকাণ্ডে রামজন্ম বিবাহ নির্ব্বন্ধ।
অযোধ্যায় বনবাস ভরতের রাজ্য।।
অরণ্যকাণ্ডেতে সীতা হরে দুরাশয়।
কিষ্কিন্ধ্যায় বালি-বধ কটক সঞ্চয়।।
সুন্দরাকাণ্ডেতে সেতুবন্ধ চমৎকার।
লঙ্কাকাণ্ডে রাবণের সবংশে সংহার।।
কথা সাতকাণ্ডের উত্তরকাণ্ডে পড়ে।
গাইল উত্তরাকাণ্ড রামায়ণ নিয়ড়ে।।
কথা সাতকাণ্ডের কহিল হনুমান।
সম্পাতি পক্ষীর পাখা হইল প্রমাণ।।