হয় ভালোবাস নয় ভুলে যাও বিরহ লাগে না ভালো,
এতো আলো তবু মনের আকাশে কালো মেঘ ঘিরে এলো।
ভালোবাসি বলে ভুল কিছু হলো ভেবেছি যে কতবার,
উত্তর কিছু পাইনি সে জানি চিঠি তো আসেনি তার।
এদিকে ফাগুন ছড়িয়ে আগুন তৃষিত করে যে হিয়া,
মন তারে দিয়ে মাতাল হৃদয়ে কবে জ্বেলেছিনু দিয়া।
আসি আসি বলে দ্বারে এলো চলে ফাগুন ফুলের মেলা,
তুমি কেন তবে বাহিরে দাঁড়াবে মনেতে লাগিয়ে দোলা।
হয় কাছে এসো আরো ভালোবাসো এ মধু ফাগুন বেলা,
যে রঙ লেগেছে আকাশে বাতাসে মনে চলে হোলি খেলা।
তাই ডেকে বলি এ মন সকলি দিয়েছি আপন মানি,
তুমি হলে রাণী দখিনা বাতাসে উড়াও আঁচলখানি।
তাই বলি আজ ভুলে সব কাজ এসো হৃদয়ের মাঝে
মনের আকাশে কালো মেঘ ভাসে নিত্য নতুন সাজে।
ফাগুন বাতাসে নেশা আছে মিশে এ মন মাতাল হয়,
তুমি আর দূরে রেখনা আমারে ভালোবেসে লাগে ভয়।
তৃষিত হৃদয় শুধু কাছে চায় বিরহ লাগে না ভালো
কালো কি না জানি সে আমার রাণী কালো জগতের আলো।
মনে মনে জানি তার ছবিখানি সদাই মনেতে ভাসে
কাছে আসে না সে দূর থেকে হাসে জানি সেও ভালোবাসে।
হরিণা নয়না শাড়ি আলপনা মুখে সদা হাসি থাকে
কেউ যদি ডাকে সে যে পাশে থাকে হাজার কাজের ফাঁকে।
বিশ্বরূপের ছটা লেগে আছে তার মুখে চোখে জানি
সে রূপের রাণী তারে আমি চিনি সেও ভালো বাসে মানি।
কালো মেঘ খানি সরে যাবে জানি আলো হবে চারিধার
কাছে এসে শেষে দাঁড়াবে সে হেসে প্রেম যে দুর্নিবার।।