সব নক্ষত্ররা খসে পড়বে একদিন
মুছে যাবে; নিভে যাবে রংবাহারি সব আলোকসজ্জা
উৎসব চক্র হবে বক্র
চেতনারা জেগে উঠবে; সর্বহারা হবে মলিন একদিন
একদিন।
একদিন;ঝর ঝরিয়ে ঝরে পড়বে ঝাড়ভাতির সমস্ত কাচ
রাজার অহংকার; রানীর আত্মগরিমা ভেঙে হবে চুরমার
পুরনো ইতিহাসে ফিরে যাব তুমি আমি
ফিরে যাবে সে;
একটা আকাশ যুগের পর যুগ মিথ্যের গান শুনছে
মিথ্যের সাগরে স্নান করছে;
মিথ্যে গল্প শুনছে;
মিথ্যে স্বপ্ন দেখছে;
আকাশ রেখেছে প্রমাণ সকল গ্রহের
নিভে যাবে খসে যাবে ধসে যাবে সব আবহ অশুভ চিত্রের
প্রগতির অগ্রদূত আসবে নীড়ে
প্রজ্জ্বলনের আলোকরশ্মি ছড়িয়ে পড়ুক মানুষের ভিড়ে
প্রত্যুষ ছায়া জীবনের মায়া
প্রজন্মকে আছে ঘিরে শত শত কায়া।