কুসুমাকরে কুসুমকুন্তলা কানন
কিংশুক কেমন কান্তিমান !
কলাপ-কলাপিনীর কুহকী কেকা
কোকিলার কুহু কুহু কূজন ।
কুরঙ্গনয়নার কবরীতে করবী
কণ্ঠে কমনীয় কণ্ঠাভরণ ,
করকমলে কনক কাঁকন
কটাক্ষে কামনার কাকুতি ।
[ শব্দার্থঃ- কুসুমাকর -বসন্ত ঋতু, কলাপ-ময়ূর ]
কুসুমাকরে কুসুমকুন্তলা কানন
কিংশুক কেমন কান্তিমান !
কলাপ-কলাপিনীর কুহকী কেকা
কোকিলার কুহু কুহু কূজন ।
কুরঙ্গনয়নার কবরীতে করবী
কণ্ঠে কমনীয় কণ্ঠাভরণ ,
করকমলে কনক কাঁকন
কটাক্ষে কামনার কাকুতি ।
[ শব্দার্থঃ- কুসুমাকর -বসন্ত ঋতু, কলাপ-ময়ূর ]