বালির কণায় বিশ্বেরে পাও,
স্বর্গ জংলী ফুলে
অপরিসীম যে আপন করেই
অসীম সে এক পলে
স্বর্গ মর্ত্য পাতাল ধরো
শব্দে ছন্দে তালে
কাব্য তারই সংগা বলে
দিলাম গো এই ছলে
বালির কণায় বিশ্বেরে পাও,
স্বর্গ জংলী ফুলে
অপরিসীম যে আপন করেই
অসীম সে এক পলে
স্বর্গ মর্ত্য পাতাল ধরো
শব্দে ছন্দে তালে
কাব্য তারই সংগা বলে
দিলাম গো এই ছলে