কৈশোরস্মৃতির মণি-মঞ্জূষা কখন জানিনা
হয়ে গেছে নীরব সমাধি,
ভরে গেছে পুরনো স্বপ্ন-মমির জঞ্জালে ।
যৌবনের প্রমত্ত উদ্দাম ঘোড়াটা
অন্তরের অগাধ সাগরের অতলে
মুখ থুবড়ে পড়ে কবে হয়ে গেছে ফসিল !
কাব্য কল্পনার রঙীন ফানুসটা অসীমে উধাও
উষ্ণ প্রস্রবণের রক্তে ভরা লেখনীর ভেতর
রক্ত জমাট বেঁধে বরফ !
স্বপ্নালু চোখের একফোঁটা অশ্রু
হৃদয়ের গোপন কন্দরে আজো
ঝিনুকের মতো মুক্তো সৃষ্টির সাধনায় মগ্ন।
কালের শকট কৈশোর যৌবন পেরিয়ে
কখন অন্তিমের দরজায় এসে দাঁড়িয়েছে ,
অপেক্ষা শুধু পরপারের গ্রীন্ সিগন্যালের ;
সুবাসিত ফুল হয়ে ফোটে
সৌরভ ছড়ানোর আকাঙ্খাময় বুকে
গুমরাচ্ছে অব্যক্ত কান্না ।
জীর্ণ দেউলের আবর্জনার স্তূপে অবহেলিত
ভাঙ্গা প্রদীপের মতো আমার কাব্য সাধনা ।