বিষম একটা চলছে সময়
চলছে চতুর্দিকে,
কাঠি হাতে করছে কাঠি সঠিক মানুষটিকে।
করছে কাঠি পরিবারে,
ঘোরায় কাঠি অফিসে,
কাঠি নিয়ে আছেন দেখো
মুখোশ পরা মানুষে।
উপরে নিচে আশে পাশে
কাঠিই এখন প্রধান,
খেয়ে কাঠি চুপ থাকে সব
নেই যে কোনো বিধান।
কাঠির আমি কাঠির তুমি
কাঠি দিয়ে যায় চেনা,
কাঠি খেয়ে মেরো কাঠি
শুধতে হবে যে দেনা।