কা— কাজললতা রূপসী গুণেতে শ্রেয়সী
চরণে নূপুর বাজে,
যেন ললিত লাবনী অঙ্গের বাধনী
প্রিয়তমা মনে সাজে।
জ— জলে পদ্ম ফুল রাশে দেখে প্রিয়া হাসে
চকিত নয়নে আড়ে,
ডাকে সব সখি দলে আয় নামি জলে
পদ্ম ফুলে তুলি বারে।
ল–লবঙ্গ লতিকা সবে ছুটে কলরবে
ঢলে ঢলে হেসে সারা,
ঝাঁপিয়ে দীঘির বুকে পদ্ম তুলে সুখে
খুশিতে উছল তাঁরা।
ল– লাস্যে হাস্যে মাতোয়ারা সবে আত্মহারা,
সিক্ত বস্ত্র ভেজা জলে
পদ্মফুল পেয়ে বালা গেঁথে রাখে মালা
প্রিয় এলে দেবে গলে।
তা– তাথৈ তাথৈ ছন্দে নাচেরে আনন্দে
আজি পূর্ণিমা রজনী,
আভূষণে সেজে মেয়ে পথ পানে চেয়ে
অরূপ রূপে সজনী।