দামিনীর ঘনঘটা আকাশের মাঝে
আষাঢ়ের বারিধারা আঙিনা ভাসায়;
শিশুমন পুলকিত চোখে খুশি সাজে,
কাগজের নৌকো গড়ে ছাড়ে জলে তায়।
বারি স্রোতে নৌকো দুলে শিশু খুশি রবে;
হিরণ্য ছটায় বৃষ্টি টাপুর টুপুর ,
হরষিত আনন্দিত শিশু খুশি রবে,
মন ময়ূরী পুলকে বাজায় নূপুর।
ভাবছে শিশু বিস্ময়ে কোথা কত দূরে,
দেখবে কি কেউ নৌকো একটুখানি ছুঁয়ে;
নৌকো খানা যাবে কোন্ সে অচিনপুরে;
তার মত শিশু বুঝি আছে সেই ভুয়ে?
কাগজের নৌকো ভাসে বৃষ্টি ভেজা দিনে,
সময়ের পৈঠা বেয়ে স্মৃতি ভরা বীণে।