কাক কোকিলের রাগারাগি খুব
কথা বলা নাকি মানা ।
কোকিলের ছানা দেখতে পায় না
কাকেরা করেছে কানা!
কাকেরা বলেছে পরের বাসায়
ডিমগুলো কেন পাড়ো!
বদমাইশি’টা চলতে থাকলে
বিপদ দেখবে আরো।
কোকিলের ছানা পুষ্টি পায় নি
অন্ধ তারই ফলে
অযথা রাগের কারণ কিসের
কোকিলেরা পড়ে গলে।
শুকনো ডালেতে গড়ে উঠে দেখো
মোদের দারুণ বাসা
খাটবি না আর কুড়ে যে ভীষণ
কুড়ে বাদশার চাষা।
জানিস কোকিল যখন দেখি রে
ছানাটার লাল মণি
নিজের কপাল চাপড়ায় খুব
বাসাতে দেখি যে শনি