শত শত শব্দের সমাহারে
নিটোল বুনন তার।
কবির ভালোবাসায় রঙিন সে।
রাগে অনুরাগে সিক্ত তার ডালি।
একবুক হতাশার মধ্যে
এক চিলতে আশা সে।
তবু চোখে তার জল,
যে শব্দমালায় সে বিন্যস্ত,
কোথাও পড়েছে ছেদ।
ছেলে আর ফিরবে না বাড়ি,
স্ত্রীর রাত আর সোহাগে ভাসবে না,
গুমরে থাকা ভোর আনবেনা
আশার আলো।
দুগ্ধপোষ্য শিশু কারোর ভালোবাসার অপেক্ষায়,
দেখছে কবিতা,
নির্বাক সে,
চোখে তার জলের ধারা।