জানি না কি বলবো !
তপ্ত মরুভূমি ? না কি দুর্গম গিরি পথ ?
শুধু জানি রাস্তা টা কঠিন।
এতটাই কঠিন যে প্রতি পদে পদে কাঁটার আঘাত।
আর যখন ঐ কাঁটার আঘাত শরীরের প্রতিটা
অঙ্গে প্রত্যঙ্গে বিস্তার করতে শুরু করে
তখন পথটা আরও দুর্গম হয়ে পড়ে।
তবুও চলতে হবে !
সব কাঁটার আঘাত শরীরে বহন করে
রক্তাক্ত দেহে পৌঁছাতে হবে কাঙ্খিত গন্তব্যে।
এই আঘাতই হোক আগামীর পাথেয়।