জীবন বলবে ফুরিয়েছি আমি,
আত্মা – সেতো অবিনশ্বর,
আতরের তীব্র অনীহায়
নিঃশ্বাসও বন্দী হলুদ খামে,
শুধু কস্তুরীর চুঁইয়ে পরা অপেক্ষার ঘ্রাণে
সজাগ মৃত্যু বলবে আছি, আমি আছি…
Home » কস্তুরীর ছোঁয়া || Shampa Dey
কস্তুরীর ছোঁয়া || Shampa Dey
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
সম্পর্কিত পোস্ট
এক মুঠো আবির || Shampa Dey
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
জোনাকি জ্বলা রাতের আকাশ চাইছেএকমুঠো প্রেমের রঙিন ছোঁয়া।একমুঠো আবিরের রঙে…
আমার মুক্তি || Shampa Dey
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
তোমার আপত্তি আর সম্মতিএই দুটোতেই তো জীবন চলে আমার….কবিতার পান্ডুলিপি…
বরফিলি নেশা || Shampa Dey
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
সময়, আরও কিছুটা আবদার ও আদরের নেশায়যেনো নেশাতুর আমি,যেনো রাতের…