এক দুঃখ বিলাসী মেঘমল্লার আমার কল্পবন্ধু।
সে ভাব সাগরে, কল্প জগতে আকাশ ছুঁয়ে থাকে, নাম তার আকাশ।
তার দুই নয়ন আর ভ্রূযুগলেে মধ্যে স্বচ্ছ এক জলাশয়।
যখন পুর্নিমার রাতের আকাশর বুকে চাঁদ আর তার জলাশয়ের বুকেও চাঁদ!
আমি দুই চক্ষু হৃদয়ে ধারণ করে অপলক দৃষ্টি তে দেখি, তার সব ভালোবাসা দুই নয়নে দেবতার মতো অধিষ্ঠান হয়ে আছে!
কল্পনায় সে কখনও বৃষ্টি ভেজা শ্রাবণ সন্ধ্যা,কখনও সে গাঢ় মেঘে তপ্ত রোদের ভাদ্র বেলা।
কখনও বা তার কাশফুলের মতো শুভ্র মেঘে শরতের মতো আনাগোনা।
যখন চৈত্র মাসের দহন বেলায় আগুন ফুল ফোটে,
কোকিল ডাকে মধু সুরে।
মায়া মাখা হলুদ ডোবানো সন্ধ্যাবেলা নেমে আসে।
তখন আকাশ শরীরে জোছনার রঙ ধারণ করে, তার চোখের কনিনীকায় বৃষ্টি ভেজা খাজুরাহো গ্রাম ফুটে ওঠে!
আমি কল্পনা লতা হয়ে চেয়ে দেখি,
তার চোখের তারায় আমার আগুন রাঙা সর্বনাশ!