কলিকালে কত কেচাল কথা
কণ্ঠে কণ্ঠে ফিরে,
কালীঘাটে কালী করের কনে
কালা কানুকে ঘিরে।
কাঁচড়া কালো কাপড় কাঁথা
কদমবালা কাচে নিত্য,
কদমতলার কলপাড়ে কুব্জ কাকু
কথায় কষে চিত্ত ।
কাঁঠাল কলা কাকরাগড়ে কত
কাঁকুরগাছির কাছেই নাকি,
কিশোর কালে কইত কানাইদাদা
কল্প কথার ফাঁকি।
কবির কলম কাব্য কথায়
কল্পরথে কল্পশব্দ জুড়ে,
কমলে কামিনী কাঞ্চন কুড়ায়
কদম্ব কাননে ঘুরে।
কথার কদর করা কঠিন
কখন কখন হয়,
কবি কণ্ঠের কারুকার্য কভু
কাব্যালঙ্কারে কর্ষিত রয়।