বাগাড়ম্বরের প্রকোপে শান্তির বসুন্ধরায় অকালে নামে
কলহের একচেটিয়া ধারাপাত।
বিবাদপ্রিয় নারদের নাক গলানোর দুষ্ট অভিপ্রায়ে
অশান্তির তীব্র বীর্যপাত।
তাহলে তথাগত কোথায় অনেকটা তফাতে প্রচ্ছন্ন ?
তাঁর গরহাজিরে ধ্বংসের তুমুল আন্দোলনে
সমাজের আনাচে-কানাচে সত্তাই বিপন্ন।
এই বিপন্নতার আবডালে প্রাণগুলোর কাঁপন
অসহায় বৃত্তে চরম আঘাত-
এই দুর্যোগে ভ্রান্তিগুলো আরো আরো সোৎসাহে
এগিয়ে এলে আপদের কিস্তিমাত।
এখানে জাত-পাত -ধর্মের বাছবিচারে তুল্যমূল্য
অবিচারে সর্বনাশের মুখটাই বন্য।
যাবতীয় ঝগড়ার কেন্দ্রবিন্দুতে মনের অসন্তোষ।
তাতে বাড়ন্ত বৃক্ষের ডালে ডালে ঝোলে
অপুষ্ট চিন্তাভাবনার ফল ও ফসল,
তাতেই মানবিকতার ক্ষয়ক্ষতির সম্ভাবনায়
স্বস্তি ও আনন্দের কামনা হোক সবল।