কবির কখনো বয়স বাড়ে না জানো
কবিরা সকলে সবুজ মনের হয়
কালের নিয়মে দেহের বয়স বাড়ে
কবিরা মনেতে চির নবীন থেকে যায়।
ওরে সবুজ ওরে আমার কাঁচা
কলমের এক খোঁচায় তুই কবির বয়স বাঁচা
হিংসে করুক আর যারা সব আছে
যেখানে খুশী বসেই চা খা নিজের দু পা নাচা।
সৃষ্টি মাতুক আপন কালের ঘোরে
নিয়মগুলো সব ভেসে যাক দূরে
সকাল সাঁঝে মনের আগল খুলে
বৃষ্টি ভিজিস আনন্দে গান গা।
সৃষ্টি ছাড়া নিয়ম ভেসে যাক
গঙ্গা যমুনা উত্তাল হয়ে আবার দুকূল ভাসাক
বৃষ্টির মাঝে সৃষ্টি খুঁজে মনের মতো সঙ্গী সবাই পাক
প্রেমের কবিতা লিখতে পড়তে রাত ভোর হয়ে যাক।
প্রশ্ন যদি করে করুক লোক, ব্যস্তবাগীশ বন্ধু বিদায় হোক
মনের আগল ভাঙিস রে জোর করে
সব ভাসিয়ে সৃষ্টি ছাড়া বৃষ্টি আবার হোক
পদ্মপাতায় ভাসে ভাসুক মিষ্টি প্রেমের কবিতার সংলাপ।।