একদিন চিরদিনের মতো যাব চলে
আর আসব না ফিরে এই অখিলে।
চলে যাব কোনো এক অজ্ঞাত দেশে
চিরদিনের মতো বাস করতে।
থাকবে আমার কবিতার খাতা পৃথিবীতে পড়ে
আমি চলে যাব একা একা।
আর কোনোদিন আসব না কবিতা লিখতে
কবিতায় ছন্দ আর দেওয়া হবে না।
একদিন চিরদিনের মতো যাব চলে
আর আসব না ফিরে এই অখিলে।
চলে যাব কোনো এক অজ্ঞাত দেশে
চিরদিনের মতো বাস করতে।
থাকবে আমার কবিতার খাতা পৃথিবীতে পড়ে
আমি চলে যাব একা একা।
আর কোনোদিন আসব না কবিতা লিখতে
কবিতায় ছন্দ আর দেওয়া হবে না।