কবিতা আমার প্রাণের আরাম আদুরে দখিনা হাওয়া
কবিতা আমার জীবন উজানে ময়ূরপঙ্খী বাওয়া ।
কবিতা আমার রাত জাগা ভোরে ছড়ানো শব্দ ফুল
কবিতা আমার উৎসের নদী বৈকালে কুলকুল ।
কবিতা আমার মায়ের নয়নে খুঁতহীন সেরা আমি
কবিতা আমার ভগ্নীর টিপে মৃত্যুরা দূরগামী ।
কবিতা আমার ব্যারিকেড ব্যূহে নাজিমের নীল চোখ
কবিতা বৃন্তে বিদ্রোহ ফোটে বিপ্লবী বীতশোক ।
কবিতা আমার শোকের সাহসে রবিঠাকুরের গান
কবিতা আমার জীবনানন্দ সহবাসে সাম্পান ।
কবিতা আমার মানসীর চোখে কামধেনু মেঘে সোনা
কবিতা হারালে আজানু আহত সিগন্যাল মানবো না ।