সময় বিচ্ছিন্ন অক্ষর মিছিলের উদাসীন হিমে
জমে যাচ্ছে বৌদ্ধিক বিবেকের অভিমানী মুখ
ভেড়ার পালের মতো চোখ বুজে
নিজেদের নিরাপদ ভেবে
দেগে দিচ্ছি ক্লান্ত কাগজের গায়ে
বিদগ্ধ কালির হরফ
পশ্চিম এশিয়ার মানচিত্র পুড়ে যাচ্ছে
কূটনৈতিক পুঁজির ধর্ম কটাহে
লোহিত সাগরের লাল চোখ দেখে
ভয়ে শুকিয়ে যাচ্ছে পণ্যবাহী জাহাজের বুক
উদভ্রান্ত পৃথিবীর ঘন ঘন গর্ভপাতে
উদ্বাস্তু ভ্রূণের হাতে বাস্তু ভিক্ষার লজ্জাপাত্র নীল
ভুমধ্যসাগরের জলে ভেসে যাচ্ছে
প্রিয় উপমার লক্ষ লক্ষ চাঁদের ব্যর্থতা
কবিতার দায়ে নির্বাসিত কবির সাইবেরিয়া
প্রতিবাদী সাহিত্য স্মৃতির শতাব্দী প্রহরী
শব্দ শায়কে ভীত শাসকের কারাগারে
যুগে যুগে নজরুল নাজিমের তূণ
লোরকার শ্বাসপায়ী শয়ে শয়ে বুলেটের
অনুতাপ শ্বেতপত্র ফুটে আছে ফুলে
শঙ্খ জাতক এসো
মাছের রক্ত মোড়ক ফুঁড়ে গনগনে ফুঁ দাও
কবিতার পাঞ্চজন্য আজও প্রস্তুত