বধিল নিষাদ যবে ,ক্রৌঞ্চ মিথুনেরে,
হেরিয়া এ হেন দৃশ্য , ব্যাকুল হৃদয়।
কবিকণ্ঠে উৎসারিত , প্রথম শ্লোকেরে,
প্রথম কবিতা বলি , জনিনু নিশ্চয়।
সেই হতে সঞ্চালিত ,কাব্যিক চেতনা,
যুগে যুগে বর্তায়েছে ,কবির কলমে।
ফুলে ফলে পল্লবিত ,কি দেবো উপমা ,
মহীরুহ রূপে তাহা ,বিরাজে ভূবনে।
আদিকবি বিরচিল,রামায়ণে তাহা,
ব্যাস বিরচিল তাহা, মহাভারতেতে।
মহাকবি কালিদাস , ধ্রুপদীতে যাহা,
বিরচিল সংস্কৃতে , বিদিত জগতে।
কবিতার তরী বেয়ে ,এই পৃথিবীতে,
কবিগুরু রূপে খ্যাত , রবি কবি যিনি।
গীতাঞ্জলির গানে , ভূষিত নোবেলে ,
মাতালেন জগতেরে ,সুরে সুরে তিনি।
যে শিশু জনম নিলো,কবি কণ্ঠ ‘পরে ,
আজি তাহা পৃথিবীর ,প্রতি কোণে কোণে।
বিরাজিত সুষমায় , কবির অন্তরে ,
তপোমগ্ন প্রতিক্ষণে , কবি অনুধ্যানে।