কে ওই গোপন যুবতী , কবি ? তুমি তুমি
বলে যাও কবিতায় ? ঠিক নয় পরকীয়া পাত ।
তবে কী ঈশ্বর কিংবা কোনও কিন্নরী ?
ঈশ্বরী যদি না হয় , তাহলে প্রকৃতি ,
শ্রেষ্ঠ শিক্ষক এবং চিকিৎসক সময় নির্ঘাত ।
কেবলই আকুলি মনে বিকুলির ঢিল মেরে চলি ।
হেসে ওঠে সমুদ্র , শীর্ণ বুনো নদী ,
পাহাড় , ঝর্ণা , চাঁদ , গাছেদের বীজ ,
পশুপাখি , কৃষ্ণগহ্বর থেকে অ্যামিবার প্রাণ ,
ব্রহ্মান্ডে যত যত জড় ও অ-জড় , মনসিজ ।
আমলকী বনের বুক কে কাঁপায় দুরুদুরু ?
কে করে হৃদয় ছিন্ন খঞ্জনার , বেহুলার শোকে ?
যিনি কবি তিনিই জানেন , কবিতার ধ্যানে
কখন কাকে যে দেন ‘ তুমি ‘র সম্মান ।