সাবধান কবিবর একটু সতর্ক হোন
আপনার কবিতাও মিষ্টি মুখের প্রলোভনে
কখন চুরি হয়ে যাবে টের পর্যন্ত পাবেন না!
যা কিছু পছন্দ ভালো লাগছে তা বলে হাইজ্যাক!
নিখুঁত দক্ষতায় ববিতা,সবিতার ভিড়ে কবির সৃষ্টি
সন্তান সম কবিতারাও আর সেফ নয়।
অন্যের সৃষ্টি কবিতার ধড়-মাথা আলাদা করে
সুনিপুণতায় নিজের লেখায় পাচার করিয়ে তৃপ্ত হবার হাসি,নিজের পিঠ চাপড়ানো বাহাদুরি,
আদতে হেরে যাওয়া পলেস্তারাখসা আসল স্বরূপ।
দেখে অভ্যস্ত অনেকেই,আজ তোমরা সতর্ক হও।
পড়লে ধরা মনোহরা ক্ষমা স্বীকার, আবার নতুন
চাল নতুন ভাবনার কলা কৌশলে নতুন
সাহিত্য গ্রূপে বাহবা পেতে পথ হাঁটা।
সাবাস সাহিত্য অনুরাগী চালিয়ে যাও,
বিশ্বাস ভরসা অনেক কষ্টে অর্জন করতে হয়।
একবার ভঙ্গুর হলে জোড়া দেওয়া বেশ শক্ত!
অন্যের দ্রব্য যেমন বিনা অনুমতিতে হাত অপরাধ ,
নিজ সৃষ্টির শোভাবর্ধনে অন্যের সৃজনশীলতা
বিনা দ্বিধায় গ্রহণ অনেকের চোখে তোমায়
বিশ্রীভাবে নামাতেই শুভাকাঙ্খি আমরা
এ হঠকারী নতুন রূপে সত্যি মর্মাহত।