রান্নাঘর থেকে ভেসে আসছে টুংটাং
পটল পোস্ত করাইতে রান্না হচ্ছে ।
একজস্ট ফ্যান থেকে কবিতা
লাফিয়ে পড়ল মেঝেতে!
পার্কের দীর্ঘ গাছগুলো একাএকা
দুঃখ নিয়ে নিঃশব্দে দাড়িয়ে আছে।
দুই একটা পাখির গলাতেও কবিতা
ডাক দিচ্ছে!
বালতিতে ভিজিয়ে রাখা সাবান
জলের ফেনাতেও নূপুরের ঝঙ্কার!
মসলার গন্ধেও কবিতা লেগে আছে
চা চুমুক দিতে দিতে দেখলাম
কবিতা ঘুরে বেড়াচ্ছে ঘর থেকে বারান্দায়!
কলম কোথায়? কাগজ কোথায়?
টেলিফোনে কথা ছেলের সাথে,
বউকে জর্দা দিয়ে পান সাজিয়ে
দিতেই দেখি ,কবিতা বারান্দা থেকে
মেঝে দেওয়াল স্পর্শ করে
একবুক ভালোবাসার কুশল নিয়ে
আশ্রয় নিল আমার হৃদয়ে
আজ কবিতা উৎসব!