কবিতা আমার অষ্টাদশী নারী
কবিতা আমার মনে
কবিতা কেবল ফসল ফলায়
কবিতা হারায় বনে।
কথার মালায় কবিতা জন্মায়
কোঠরেতে তার বাসা
খুশিতে কবিতা প্রজাপতি হয়
মনেতে অনেক আশা।
কবিতা কখনো ভেসে ভেসে চলে
খিলখিলিয়ে শুধু হাসে
মরুর দেশেতে কখনো হারিয়ে
কবিতা আবার ত্রাসে।
কবিতা একদিন হতাশায় ভোগে
অঝর ধারায় কাঁদে
প্রেমের জগতে ভেসেছিল বলে
পড়েছে হয়তো ফাঁদে।
কবিতা আমার বাঁচার মলম
মেটায় মনের জ্বালা
অসার শরীরে অবাক হয়েছি
কবিতা পরেছে মালা!