পেলাম বিশ্ব সাহিত্যের মাঝে
তোমার অমূল্য সব দান
যা বাংলার প্রতি ঘরে বিরাজে
রবি কবির রাষ্ট্রীয় সম্মান।
তোমার সৃজনীধারা বিশ্বজুড়ে
পঁচিশে বৈশাখ শান্তিনিকেতনে
তোমার অমৃত গানের সুরে
বন্দিত তুমি বাঙালির প্রাণে।
পেলাম বিশ্ব সাহিত্যের মাঝে
তোমার অমূল্য সব দান
যা বাংলার প্রতি ঘরে বিরাজে
রবি কবির রাষ্ট্রীয় সম্মান।
তোমার সৃজনীধারা বিশ্বজুড়ে
পঁচিশে বৈশাখ শান্তিনিকেতনে
তোমার অমৃত গানের সুরে
বন্দিত তুমি বাঙালির প্রাণে।