পলাশের একমুঠো লালিমায় আমি তোমাকে পাই!
ওই রঙের ছোঁয়ায় আমার মন ভরে ওঠে এক আকাশ ভালোবাসায়।
বসন্তের উতল হাওয়া যখন আঁচল উড়িয়ে বয়ে চলে
আমি যেন তোমার ছোঁয়া পাই।
আমার না বলা বাণীর গল্পগাঁথা
প্রকাশ হয়ে পড়ে তোমার বাসন্তিকার হাসি তে।
শরমের রক্ত রাগে রাঙ্গা মুখে গোধূলির ছোঁয়া লাগে।
ও যে তোমারই পরশের রঙ।
আমার দিন রাত্রি র যাপন তোমায় ঘিরে।
তা সে বৈশাখী ঘনিমাই হোক বা বাদল বাউল এর তান।
শরতের আগমনী বা হৈমন্তীর মায়াবী কুয়াশা—
সব-ই তুমিময়!
তোমার ক্রান্তদর্শী দৃষ্টি তোমার জীবনরঙ্গের পরিচয়
আমাদের ঋদ্ধ করে, করে জীবনমুখী!
সংকটের বিহবলতা ভুলে বেড়া ভাঙ্গার গান গেয়ে উঠি আমরা!
আনন্দ গান বেজে ওঠে জীবন বীণার তারে।
আলোকময় হয়ে ওঠে জীবন।
তুমি যে আমাদের জীবনবোধের ঋত্বিক।
যে ধ্রুবপদ বিশ্ব তানে বাঁধা তাই জীবন গানে মিলিয়েছো তুমি।
তোমায় প্রণাম!
জীবন পথের আনন্দ পথিক
তোমায় যেন অনুসরণ করতে পারি —–আজীবন——
নমি নমি চরণে!