কবি তোমার চোখে দেখতে চাই,,,
এই পৃথিবীর প্রতিটি কোণ-
কবি তুমি কি পারোনা ভুলিয়ে দিতে ??
সকল অনাচার সকল অত্যাচার।
কবি তোমার কলম, আজ কি লিখছে?
শুধুই কি প্রেমের গান, নাকি
প্রতিবাদে ফেটে পরা একটি আঁচড়?
কবি তোমার কলমে পেয়েছি এক নতুন স্বপ্নের ভোর
যে ভোর থেকে রাত থাকবে শুধুই প্রেমের আলিঙ্গন।
ফাগুন হাওয়া বইবে থাকবে না কোন মলিনতার রেশ
কবি তোমার কলমে দেখেছি পরিবর্তনের স্বপ্ন
যে পরিবর্তন হবে দুর্দিনকে মুছে সুদিন আনতে,,,,
তোমার কলম আঘাত হানুক চোর জোচ্চোরদের মনোবলে—
কবি তোমার কলম বয়ে আনুক স্বাধীনতার আস্বাদ।
শিউলি কদমের সুগন্ধে ভরা থাক চারপাশ
নির্মল শরৎ আকাশে ভেসে বেড়াক সাদা মেঘের রেশ
কবি তুমি কি পারো না দিতে নিঃস্বার্থ সমাজ !!!!
সবাই হবে আপনজন হবেনা কেউ পর।
তোমার লেখার এটাই হোক মূলমন্ত্র
বসুন্ধরা কুটুম্বকম ।।