কৃষ্ণ চন্দ্র রাজা মশায়
বসে বসে ভাবেন,
গিন্নি গেছেন বাপের বাড়ি
দুপুরে কি খাবেন!
এমন সময় গোপাল ভাঁড়
এলেন রাজার বাড়ি,
জিজ্ঞেস করে রাজা মশায়
মুখটি কেন ভারি।
হাসতে দেখি ভুলে গেছেন
কাঁদছেন বসে নাকি,
রাজা বলেন শেষ পর্যন্ত
বৌ’টি দিল ফাঁকি ।
কখন ঘটল এই ঘটনা
কাতলা আনলাম ধরে,
অশৌচ বাড়ি আমিষ রান্না
হবে না’তো ঘরে।
ভর দুপুরে গোপাল তুমি
কি’সব কথা বলো,
পেটের মধ্যে ছুঁচো ডাকছে
হোটেল নিয়ে চলো।
তোমার বৌদি রাগটি করে
গেছে বাপের বাড়ি,
নানা দোকান ঘুরে ঘুরে
কিনতে হবে শাড়ি।