অনেক তো হলো কথা বলা
দুটি মনের মাধুরী মিশিয়ে
একে অপরের কাছে আসা
দূরে থেকে ছুঁয়ে ছুঁয়ে থাকা।
অনেক তো হলো কথা বলা
জমানো ব্যাথা লুকিয়ে রাখা।
চায়ের কাপে চিনি কম মতো
গরম ধোঁয়ায় উড়ে যাক কথা বলা।
অনেক তো হলো কথা বলা
দুটি মনের মাধুরী মিশিয়ে
একে অপরের কাছে আসা
দূরে থেকে ছুঁয়ে ছুঁয়ে থাকা।
অনেক তো হলো কথা বলা
জমানো ব্যাথা লুকিয়ে রাখা।
চায়ের কাপে চিনি কম মতো
গরম ধোঁয়ায় উড়ে যাক কথা বলা।