প্রতিদিন অসংখ্য ঢেউ আসে
নেই সময় অসময়
সময় ধীর পায়ে নদী হয়
চর হয়ে ওঠে কলম
পাহাড় সমান সমাজ কথারা
ভেসে ভেসে আসে
দূর প্রান্তর থেকে
ঠিক তখনই
হাত থেকে হৃদয় ছলকে পড়ে
পাথর বসানো মেজেতে
অন্ধকার ঝনঝন করে বেজে ওঠে
প্রসিদ্ধ কাঁচকুচির আয়না
শরীরে শরীরে থ্যাঁতলানো রক্তপাত
এবং আত্মার মনখারাপ