একদিন ঠিক অভিমান ঝেড়ে ডানা মেলে উড়ে যাবো,
সিন্ধু নদী পেরিয়ে সপ্ত সাগর পাড়।
আমার জমতে থাকা,
আবেগী অশ্রুসিক্ত অভিমান
গুলো হারিয়ে যাবে যদি যাক।
থাকবে না আর কোন ছোট্ট চাওয়া পাওয়ার অভিযোগ।
বলবে না কেউ একটু সময় আমার জন্য বরাদ্দ থাক।
থাকবে বুক ভরা গভীর নীরবতা।
বালখিল্যতা থাকবে না আর তোমার জন্য,
থাকবে না ছেলেমানুষি আবদার।
অন্তরে থাকবো রাই কিশোরী হয়ে,
নীলাম্বরী শাড়িতে গোপনে যাবো জল যমুনায়, আদরে চাদর মাখা অভিসার!
স্বপ্ন মাখা চিলেকোঠায় ছুঁয়ে দিতে এলেই তোমার অলিন্দ বেয়ে দু চোখে নামবে টিপ টাপ বৃষ্টি ফোঁটা।
কষ্ট পাওয়ার সুখ সেই জানে যে ভালোবাসে অন্ধকার।
রোদ্দুর হও তুমি অন্য কারও
আমি অঙ্গে মাখি আদর মাখা অন্ধকার।
কঠিন কে আমি ভালো বাসলাম
কঠিন কখনও ফেরাবে না আমায়!!