শীতের সকাল, চারিদিক ঢাকা কুয়াশায় ।
ঘাসের উপরে শিশির বিন্দু কানে কানে কিছু বলে যায় ।
আমি আধুনিক, তাই তার স্পর্শ উপলব্ধি নেইকো আমার পায় ।
আমার নজরে, এক জড়তা বিরাজমান চারিদিকে ।
কুয়াশায় ঢেকে পৃথিবী লাগছে অস্পষ্ট – ফিকে ।
রংয়ের বাহার ডালিয়া – গাঁদা ,
সদা চাদরে যেন রয়েছে বাঁধা ,
আমি লোকটা ভীষণ বেরসিক ।
মাটি ছেড়ে কংক্রিটে ঘুরে ফিরি এদিক – ওদিক ।
কবির নজরে পৃথিবীকে দেখতে আমি অক্ষম ।
তাই শিশিরে ভেজা ফুলকে দেখে ,
শীতকে বলি তুমি কি নির্মম ।
আর যে পথ গেছে ধানের ক্ষেতে এঁকেবেঁকে ,
মন ও পথে যাওয়ার সাহস নাহি পায় ।
যদি অঙ্গে ধুলোবালি লেগে যায় ।
তাই কংক্রিটের ব্যবহার আমার আঙ্গিনায় ।
বায়ুরুদ্ধ জানালা দিয়েছি ঘরে ,
যাতে কুয়াশা আর ধূলিকণা নাহি ঢুকে পড়ে ।
তবে কোথাও একটা গিয়ে, যেন আমি গেলাম থেমে ।
তাহলে এখানেই কি পৃথিবীতে স্বর্গ এসেছে নেমে ?