কলম ছাড়া কাউকেই আপন করতে মন চায় না
মন ছাড়া কারোর হাত ধরতে মন চায় না
মনের মত বন্ধু পাওয়া আজ মুশকিলের ব্যাপার
চলার মত পথ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার
এই মদখোর চোলাইখোরদের সাথে আর পথ চলতে চাই না
পথ চলতে চাইনা আর ঐ শিক্ষিত শয়তানদের সাথে
প্রকৃত শিক্ষিত মানুষদের আজ বড্ড অভাব
উচ্চমানের পোশাকে আশাকে ভেতরের নোংরা স্বভাব
এরাই এখন সমাজের বড় বড় মাথা
এদের কারণেই সুশীল সমাজ ভাঙছে যথা তথা
সমাজের এই বিপর্যয় হচ্ছে যখন তখন
সমাজ বলে কিছু নেই আজ, যা হচ্ছে সবই মরণ
ভাঙতে ভাঙতে ভাঙা শেষ হলে উল্লাস করবে আরো ওরা
এই ধ্বংস আর ভাঙ্গা-ভাঙ্গিই ছিল উদ্দেশ্য আক্রমণ করেছিল যারা
এভাবে তারা তাদের নিজেদেরও ক্ষতি করছে জীবনভর
জীবনে জীবনে আঘাত আসে, অবনতি হয় দিনভর ।