আকাশ নীলে কাপাস মেঘের
পানসি চরে হেসে,
মেঘবালিকা অলক সাজে
চলছে ধীরে ভেসে।
রবির সোনা আলোক ভরা
দিগঙ্গনা জুড়ে,
আগমনীর বার্তা বাতাস
আনলো ভবের পুরে।
মেঘ সরেছে শ্রাবণ গেছে
ভাদ্র এলো ধরা,
কাশফুলেরা উঠবে জেগে
দিক দিগন্ত ভরা।
আশ্বিন এলে পূজা গন্ধে
বাতাস মাতাল রাজে,
ঢ্যাং কুরাকুর বাদ্যি যেন
হাওয়ায় হাওয়ায় বাজে।
ঝরবে শিউলি উষাকালে
ভরবে অঙ্গন ফুলে,
পদ্ম শালুক জলাশয়ে
খেলেবে দুলে দুলে।