বহু পূণ্যে ভবের মাঝে
মানুষ জন্ম যদি রাজে
প্রভুর জয়টি গাও,
আর পাবে কি সুযোগ আসার?
স্মরণ তাঁহার নাও।
সকলজনে কাছে টেনে
বন্ধু সুজন নাও না মেনে
সুখে ভরবে মন,
অসহায়ের সহায় হলে
প্রভু সাথে রন।
মিছেই থাকা স্বার্থ নিয়ে
কিবা হবে ধনটা দিয়ে
পড়েই থাকবে সব,
আসা- যাওয়ার নিত্য খেলা
বৃথাই কেন রব!
জীবন আয়ু ক্ষণিক ভবে
শমণ এলে যাবেই সবে
দম ফুরালে ঠুস্,
বিধির নীতি অমোঘ গীতি
একটু রাখো হুঁশ।