এই সুন্দর পৃথিবী ছেড়ে
কেহ যেতে নাহি চাই
কিন্তু যেতে তো হবেই ভাই
এটাই সংসারের নিয়ম,
এটা সবাই কেই মানতে হয়।।
আসার সময় পিতার কাছে
কথা দিয়ে আসতে হয়,
তিনি ডাকলেই ,চলে যেতে হবে
কোনো রকম বাহানা নয়।।
পৃথিবী টা এক রঙ্গমঞ্চ
এটা তোমাদের বাড়ি নয়।
অভিনয় শেষ হয়ে গেলে
এই মঞ্চো ছেড়ে চলে যেতে হয়।।
টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই নয়
শুধু তোমার কর্মটাই পড়ে রবে ভাই।।
অভিনয় করতে গিয়ে কেহ
করে সবার অনেক জ্বালাতন
ক্ষমা করো তাদের ,ভালো থেকো তোমরা,
এটাই চেয়ে যাবো আমি সর্বক্ষণ।।
একটা সময় ঘুমিয়ে যাবো
বলবো না আর কোনো কথা।
তখন সবার কাঁদাবে দুচোখ
আমায় কাছে না পাওয়ার ব্যাথা
স্মৃতি হয়ে থাকবো পড়ে
ফোনের গ্যালারিতে
কল ম্যাসেজ আর আসবে নাগো
কোনো ভাবে করো মোবাইলে।।
কন্টাক্টের সেভ করা নাম
মুছেই দেবে অপ্রয়োজনে।।
যাবো যেদিন ফিরবো না গো
বিদায় বলো সবাই মনে মনে
রাগ অভিমান দুঃখ ভুলে
ক্ষমা করো এই অভাজনে।।
ভালোবেসে চোখের জলে
চন্দনের ফোঁটা দিয়ো গো ভালে।।
আর ভুল করলে ক্ষমা করো
আপন কেহ ছিলাম মনে করে।।