ভেবেছিলে আজ আমায় খুব অপমান করবে?
তুমি আমাকে অপমান করতে পারো নি
আমাকে অপমান করার–
যোগ্যতা বা ক্ষমতা তোমার আছে কি?
তা নিয়ে সন্দেহ আছে,
আমাকে বুঝবার ক্ষমতাও তোমার নেই
আমাকে জানবার জ্ঞান তোমার নেই
আমার পথে চলবার ধৈর্য তোমার নেই,
তোমার আছে কেবল—-
মানুষের ব্যঙ্গচিত্র আঁকার যোগ্যতা
তোমার আছে কেবল—–
অন্যের খারাপ দিকগুলো নিয়ে নাড়াচাড়া করার স্বভাব
তুমি কেবল,তুমি কেবল……
সমাজের খারাপ লোক গুলোকেই দেখতে পাও।
তোমার সাথে কোন গুণী লোকের যোগাযোগ আছে?
না; নেই।
তুমিতো গুণী মানুষদের দেখতেই পারো না,
আর তুমি কিনা আমাকে অপমানের কথা ভাবছো?
ওসব স্বপ্ন দেখা বন্ধ কর….
বরং মানুষ হওয়ার স্বপ্ন দেখো,
আরো বেশি বেশি করে মানুষ চেনার অভ্যাস করো
নিজেকে বদলাও,
নিজেকে বদলাও,
এখনো সময় আছে।