ভাগ্যের ফেরে আজ আবার
শেষ রাতের আনত আলোর মত
তোমার মুখোমুখি আমি ,
বহুক্ষণ চুপচাপ …. স্তব্ধতার বিনিময়ে উদাসী মেঘবাউল সবটুকু ঘ্রাণ শুষে নিচ্ছে তার খেয়ালী চোখে,
মেঘের কোল ছুঁয়ে থাকা বাতাসগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে সময়ের জলসত্রকে
একটু মুক্তির আশায় …
এই পড়ন্ত বিকেলে এ-কোন জোয়ার
কড়া নাড়ছে স্বৈরাচারী মনের কপাটে !
উন্নয়নের নামে লুটছে সঞ্চিত সকল রোদন-ক্রন্দন; রুদ্ধশ্বাস, বিবর্ণমুখ;
তবুও সেতু বাঁধতে চাইছে চরম অকপটতায়, রক্তাক্ত হৃদয়ে, নৃশংস ক্ষতের মতো
খামচে ধরছে বিষাদ আনয়নের রথ
বুকের কোন এক অনামি পাড়ায়,
অনন্ত ভাঙ্গনের স্পর্শ নেমে আসছে
মন-জানালায় ভেজানো খড়খড়ির গা বেয়ে,
শুধু তুমি জানো না…
হয়তো কোনদিন জানার চেষ্টাও করনি…
জানবেও না কোনোদিন…
কিভাবে গভীর অথচ নিঝুম শব্দের ভিতর আতরগন্ধ মাখা আমার ভালোবাসার শহর আজ চুপ করে বসে থাকতে শিখেছে!
নির্বোধ সুখগুলো কেমন করে কুটিল ঘরে বন্দি রেখেছে আমার স্বপ্নতনয় মনকে!
তবুও,,, এখনও তোমার প্রবাহিনী নদীটির
পাড় ঘেঁষে বয়ে যায় আমার মেঘবেলা,
আমার হৃদয়ের চুপকথারা…।