মন বাঁধে না শিকলে
ছন্দ ভেঙে চলে
তবু কেন গুরুজন
কটু কথা বলে।
একা একা মন কাঁদে
শুনি তার কান্না,
হৃদয়টা চায় যাকে
গুরুজন চান না।
পাগল হয় যে মন
শুধু শুধু অকারণ
মন হয় উচাটন
ভেবে মরি সারাক্ষণ।
এ’ভাবে ভেবে তো আর
বেশী দিন চলে না
মন তাই আর কিছু
খুলে কথা বলে না।