কে বলে একা বাঁচা যায় না!!
একাও বাঁচা যায় গাছের মতো মাথা উঁচু করে।
তবে কেন নেট দুনিয়া জুড়ে সারিবদ্ধ মায়াজাল
বিছানো অসংখ্য অসুখী বিজ্ঞাপন!
এ কেমন যেন একাকিত্বের সাজানো উপন্যাস,
যার প্রতিটা পাতায় বন্ধুত্ব পাতানোর সহজ শর্ত!
শুধু কি নিছক বন্ধুত্ব! এতেই কি সহজে খুশি হতে পারে যান্ত্রিক এ জটিল দুনিয়ার মানুষ রোবট ?
শরীর নয়কো মোটে,মাথা উঁচু করে উড়ুক ,
স্বার্থহীন সম্পর্কের বিজয় পতাকা।
দম বন্ধ মনের গুমোট বারান্দায় লাগুক
মন খুলে কথা বলতে পারার জিয়ন কাঠি।
একা থেকেও নিজের অস্তিত্ব বজায় রাখা সম্ভব।
কোনোভাবেই হতাশায় ডুবে পিচ্ছিল ভাবনার
মন অলিন্দে পা হড়কে গা ভাসানো নয়,
মনের মানুষের খোঁজে হাপিত্যেশ অভিযান বন্ধ
করে গাছের মতো মাথা উঁচু করে বাঁচা সম্ভব।