তোমার কাছে একমুঠো রোদ্দুর চেয়েছিলাম
আর তুমি সূর্যটাকে মেঘের আড়ালে ঢেকেদিলে!
তুমি জানো, মেঘলা আকাশ
আমার একদম ভালো লাগে না;
তবু রাশি রাশি মেঘ আমার চারপাশে।
অসহায়ের মতো খুঁজেছি একমুঠো রোদ্দুর!
আর তুমি প্রাণপণ চেষ্টা করে গেলে
সব রোদ্দুর ঢেকে দিতে।
তোমার কাছে একমুঠো রোদ্দুর চেয়েছিলাম
আর তুমি সূর্যটাকে মেঘের আড়ালে ঢেকেদিলে!
তুমি জানো, মেঘলা আকাশ
আমার একদম ভালো লাগে না;
তবু রাশি রাশি মেঘ আমার চারপাশে।
অসহায়ের মতো খুঁজেছি একমুঠো রোদ্দুর!
আর তুমি প্রাণপণ চেষ্টা করে গেলে
সব রোদ্দুর ঢেকে দিতে।