হাজার কবিতা নয়, একটি কবিতা চাই,
যে কবিতা হাজার মনের কথা বলে,
যে কবিতা বীণার ঝঙ্কারে ঝঙ্কারিত
হয় মনে মনে প্রাণে প্রাণে!
যে কবিতা স্রোতস্বিনীর মতো
বয়ে যায় কুল কুল রবে,
একূল ওকূল দুকূল ভাসিয়ে নিয়ে
যায় অন্তহীন পারাবারে।
যে কবিতা সবার অন্তরে অন্তরে
প্রাণে প্রাণে,ঢেউ তোলে!
হাজার তারা ছড়িয়ে আছে
আকাশের নীলিমায়,
হাজার তারা কি পারে একটি তারার
মতো ধ্রুবতারা হয়ে জ্বলতে?
যে তারা দিশাহীন নাবিকের দিশা
হতে পারে?
হাজার ফুল নয়, একটি ফুল চাই,
পারিজাতের মত সৌরভে সুরভিত,
ধনী-নির্ধন, দীন দরিদ্র নির্বিচারে
সুগন্ধ বিলায়।
হাজার মানুষ নয়, একটি মানুষ চাই,
বিবেকানন্দের মত বিবেকবান,
যে মানুষ বিবেকহীন হাজার মানুষকে
দিশা দিতে পারে।
হাজার নেতা নয়, একজন নেতা চাই,
যে নেতা নেতাজির মত
হাজার মানুষের পথ-প্রদর্শক,
হাজার কবিতা নয়, একটি কবিতা চাই ,,
যে কবিতা মনুষ্যত্বহীনের অন্তরদুর্গে
আলো জ্বেলে দিতে পারে।