একটা তীব্র ভোরের আশায়
গুমড়ে থেকেছি কত শাওন রাত,
প্রলয়ের গর্জনে বন্ধ্যাত্ব ঘুচিয়ে
তীব্রতায় ছুঁয়েছি শত অবসাদ।
একটা তীব্র ভোরের আশায়
কত স্রোতস্বিনী বইছে অনাদিকাল ধরে,
জলধি মূলে ম্রিয়মাণ বিলাসিতা
কলি হয়ে ফুটেছিল ঝরার তরে।
একটা তীব্র ভোরের আশায়
সম্মোহনী আহ্বান খুঁজেছি শুকতারাতে,
প্রচন্ড জলোচ্ছ্বাসে লন্ডভন্ড মেঘগুলো
নায়াগ্রার তাণ্ডব জুড়েছে অস্থি-মজ্জাতে।
একটা তীব্র ভোরের আশায়
লাজুক স্বপ্নে ভরেছি সিক্ত অধর,
ব্যবচ্ছেদের চিতাগ্নির ধোঁয়া ডিঙিয়ে
অস্পষ্ট অভিমান ভালোবেসেছে আমাকে অষ্টপ্রহর।