বিজ্ঞানীরা নীল গ্রহের কথা বলেন,
আর সেটা হলো আমাদের পৃথিবী।
আমি একটা কালো গ্রহের সন্ধান পেয়েছি,
তবে এর জন্য আমাকে কোনো বৈজ্ঞানিক গবেষণা করতে হয়নি
দীর্ঘ দিন ধরে এই রকম একটা গ্রহে বসবাস করছি।
পৃথিবীর মতো দেখতে হলেও পার্থক্য বিস্তর।
এখানে সূর্যের উত্তাপ আছে কিন্তু আলো নেই।
এখানে ঝড় ঝঞ্ঝা আছে কিন্তু শান্ত স্নিগ্ধ বাতাস নেই।
এখানে ঝড়ের তান্ডবে সবকিছু তছনছ হয়ে গিয়ে
মাটিতে গড়াগড়ি খায় মনুষত্ব।
যত্ন করে তুলে লালন করার অবকাশ নেই কারো।
এই অন্ধকারময় পৃথিবীতে মানুষ থাকে না
থাকে শুধু কিছু ছায়ামূর্তি।
এদের দেখা যায় কিন্তু ধরা বা ছোঁয়া যায় না।
এ যে একটা কালো পৃথিবী।