Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এক সৈনিক || Abhijit Chatterjee

এক সৈনিক || Abhijit Chatterjee

অগুন্তি শবদেহের মাঝে দাঁড়িয়ে এক সৈনিক,
ক্ষত-বিক্ষত দেহ , শত্রুর আঘাত তাকে ততটা বিচলিত করেনি যা করে গেছে তার সহযোদ্ধাদের নীরব প্রস্থান ।
তার মনে হচ্ছে তারা যেন স্বেচ্ছামৃত্যুকে আলিঙ্গন করেছে যুদ্ধক্ষেত্র থেকে চলে যাবার অছিলায়।
অস্ত্র , রসদ তার শেষ , রক্তাক্ত দেহ বিশ্রাম চাইছে,
চাইছে চিকিৎসকের স্পর্শ , যুদ্ধক্ষেত্রে সবই অমিল।
তবুও সে লড়তে চায় , চায় বিজয়ী হয়ে ফিরে আসতে , ইচ্ছে থাকলেও প্রতিবন্ধকতা যেন মহাসাগর।
নিঃসঙ্গতা ধীরে ধীরে গ্রাস করছে তাকে ।
সে একসময় শুনেছিল যুদ্ধের ময়দানে আহত সিংহের থেকে সচল ঘোড়া মূল্যবান, তবে কি সে সেই আহত সিংহ ? নখদন্তহীন?
তাই কি এগিয়ে আসে না অস্ত্র বা রসদ বা চিকিৎসক !
সে খুঁজে চলেছে একটা বন্দুক , নাই বা থাকল তাতে কার্তুজ , বেয়নেট দিয়েই ধ্বংস করতে পারবে শত্রু শিবির কিন্তু পারিপার্শ্বিকতা তাকে হতোদ্যম করে দেয় ।
তার লড়াকু মানসিকতার কানে কানে কে যেন ফিসফিস করে বলে ওঠে – ‘ রিট্রিট ‘ ‘রিট্রিট ‘।
যুদ্ধের প্রথম দিকে সেনাছাউনিতে ঈথার তরঙ্গে ভেসে আসত কত উৎসাহের গান আর বিজয়ী হবার আগাম শুভেচ্ছা ।
আর আজ , সেই ঈথার তরঙ্গ নীরব ,
যেন হরপ্পার কোন এক নিদর্শন ।
তীব্র ক্ষোভে তার এখন ইচ্ছে করে পৃথিবীর বুক থেকে সমাজ শব্দটা টান মেরে ফেলে দিতে, পারে না ।
স্বার্থসিদ্ধির যুগে তা যে দখল করে রেখেছে বিপুল জনগণ তাদের স্বার্থ মেটানোর জন্য।
হতাশ হয় সৈনিক ।
তার ভাবনাতে আসে দুটো পথ –
হয় রিট্রিট অথবা স্বেচ্ছামৃত্যু ,
লড়াইয়ের স্বপ্ন এখন ক্ষীণ হতে হতে অস্ত যাচ্ছে জীবন দিগন্তে ।
সৈনিক দুচোখ ভরে দেখছে সেই দৃশ্য,
কতজন এই দৃশ্য দেখতে পায় ?
সৈনিক কৃতজ্ঞতা জানায় জীবন দেবতাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *