বিশ্বাস বড় ঠুনকো প্ররোচনায় হারায়
কল্পিত আঘাতে হেরে চলে গেলে―
তোমার প্রেমের সমাধি তাজা ফুলে
রয়েছে অশ্রু ধারায়―
ভুল বুঝে বহুদূরে চলে গেলে তুমি,
সেতারের সাত সুর আর বাজে না,
কত প্রেমকথা হাত নাড়িয়ে বলে যায়,
কত স্মৃতি মনের গহীনে হঠাৎ জেগে কেঁদে ওঠে,
তুমি হারিয়ে গেলেও তোমার ভালোবাসা সঙ্গেই আছে―
কিছু জানলে না বুঝলেও না শুধু অভিমানে চলে গেলে―
ছেলেটা হয়েছে ঠিক তোমার মতো অভিমানী
আজ ওর প্রেম আমার ছোট্ট নীড়ে এসেছিল
ওদের খুনসুটি দেখে মনে পড়ে আমাদের অতীত!
হঠাৎ চমকে উঠি ও কার মেয়ে জেনে!!
ঈশ্বর ওরাতো এক বৃন্তে দুটি কুসুম
শুধু জন্ম হয়েছে ভিন্ন জঠরে।