হাতে এক মুঠো বালি নিয়েছিলাম ,
বেশ শক্ত করেই ধরে রেখেছিলাম ,
কিন্তু আস্তে আস্তে সেই বালি
আমার মুঠো থেকে ঝ’ড়ে পরে গেছে
ভুল ভাঙলো আমার
বালি যে মুঠোর মধ্যে ধরে রাখা যায় না!
সমুদ্রের সৌন্দর্য্যের আকর্ষণে ছুটে গিয়ে ছিলাম,
বিশাল জলরাশি আর উত্তাল ঢেউ
আমাকে মুগ্ধ করেছিলো।
কখনও জলে নামিনি
ভয় পেয়েছিলাম, যদি হারিয়ে যাই!
তাই সৈকতেই ঘোরাফেরা করেছি ।
আমি ঝিনুক খুঁজিনি,
করিনি মুক্তোর সন্ধান,
শুধু এক মুঠো বালি নিয়েছিলাম।
হয়তো কিছুটা অভিমান করেই
সমুদ্র তার সব বালি চুপিসারে ফিরিয়ে নিয়েছে
আমার কাছ থেকে।