চোখে চোখ মেলাতে ভয় হয় ভীষন
যদি মৃত্যু গুলো পাঠ করে নেয় প্রিয় পাঠক
কবর গুলোতে লোহার র্পদা টেনে
কৃষ্ণচূড়া সাজায়
অভিনয় করতে শিখিয়ে দেন
সেই পুরুষ
মানুষ জন্ম দিয়েও
পুুতুলে পরিণত করেন
এমন জাদুকর
মুঠো ভর্তি ভেবে
আনন্দে মাতে
বোকা পুতুল
মুঠো খুলতেই
জাদুকরের হাসি- শূন্যতা