খুচরো রাগগুলো –
এতোকাল যা জমে আছে পকেটে,
এবার উপুড় করার সময় এসেছে প্রকাশ্যে
রাস্তায়।
বাসে-ট্রামে,সর্বত্রই কত বিড়ম্বনা,উৎপাত –
তবুও নিশ্চুপ,নীরব নেহাতই ভদ্রতায়,
পকেট খালি করলেই জন্মাবে মুখে প্রতিবাদ।
যারা গেছে আর কখনোই ফিরবে না,শহীদের সম্মানে,
দরজা খোলা রাখ যে এখনও ক্ষিদে নিয়ে অপেক্ষায়,
,হিন্দু,মুসলমান,শিখ,বৌদ্ধ,খৃস্টান একই মায়ের সন্তান।
দেশটা নিয়ে এখন রামরাজত্ব,চোনাও নাকি প্রতিকার,
রং-বে- রংয়ের ক্ষমতা দখলের কুৎসিত প্রলয়ঙ্কর।
কেউ কেউ ভাবেন বাপের রাজত্ব,দুহাতে নরকগুলজার।
খুচরো রাগ খালি করো প্রকাশ্য রাস্তায়,
তুমি, আমি ,আমরা তুলব আকাশ কাঁপিয়ে হুংকার।
সময় চলে যায় এইবেলা নামো- হব না মুহ্যমান।